শিরোনাম
সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

খেলাফত আন্দোলনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, খেলাফত শাসনব্যবস্থা না থাকায় দেশে খুন, নারী নির্যাতন ও ধর্ষণ, দুর্নীতি, জুলুম-নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশে বাহ্যিক উন্নয়নের অন্তরালে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে। এসব থেকে দেশকে মুক্ত করতে হলে আল্লাহর আইন চালু করতে হবে। গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে মাওলানা সোলাইমান নোমানী, মাওলানা ইসমাঈল বরিশালী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মজলিসে শূরার অধিবেশনে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে আমির (চেয়ারম্যান) ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব পুনর্নির্বাচিত করা হয়।

 

সর্বশেষ খবর