মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
পিটিয়ে পুড়িয়ে হত্যা

আরও একজন রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ফরিদুল ইসলাম (৩৭) নামে আরও একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জনের রিমান্ড মঞ্জুর হলো। রবিবার রাতে আমলি আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে ২৪ নভেম্বর রাতে ফরিদুলকে গ্রেফতার করে পর দিন ২৫ নভেম্বর বিকালে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

 রিমান্ডপ্রাপ্ত ফরিদুল পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে। গত ২৯ অক্টোবর রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবদুুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র ছিলেন। গত বছর চাকরিচ্যুত হওয়ায় কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর