বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সেনাবাহিনীর ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপে সমাপ্ত হয়। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ১০০ জন সদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত মোট ১০১০ কি.মি. পথ পাড়ি দিয়েছে।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে জাতির পিতার প্রজ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করাই এই সাইক্লিং এক্সপেডিশনের মূল উদ্দেশ্য।

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-এর সমাপনী অনুষ্ঠান আগামীকাল কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৮ নভেম্বর পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট হতে এই সাইক্লিং এক্সপেডিশনের যাত্রা শুরু হয়েছিল।

সর্বশেষ খবর