বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিসিএসের আবেদন ফি কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

বিসিএসে আবেদনের ফি কমানোর দাবি জানিয়েছে জাতীয় ছাত্রসমাজ। গতকাল জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা মহামারীর প্রভাবে অর্থনৈতিক বিপর্যয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত। অথচ ৪২ ও ৪৩তম বিসিএসে আবেদন ফি নির্ধারিত হয়েছে ৭০০ টাকা। যা অসহনীয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইব্রাহীম খান জুয়েল, কেন্দ্রীয় নেতা শাহ ইমরান রিপন, মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, শাহরিয়ার রাসেল, রুহুল আমিন গাজী বিপ্লব, মোস্তফা সুমন, সামিউল সোহাগ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর