শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মেডিকেল অ্যান্ড ডেন্টাল রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ভুয়া এমবিবিএস সনদ ব্যবহারের মাধ্যমে এমবিবিএস ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সেলিনা আখতার মণি বাদী হয়ে মামলাটি করেন। আসামি হলেন মো. ইমান আলী, সুদেব সেন, তন্ময় আহমেদ, মো. মাহমুদুল হাসান, মো. মোক্তার হোসাইন, মো. আসাদ উল্লাহ, মো. কাউসার, রহমত আলী, শেখ আতিয়ার রহমান, মো. সাইফুল ইসলাম, মো. আসলাম হোসেন, মোহাম্মদ মাসুদ পারভেজ, মো. জাহিদুল হক বসুনিয়া, রেজিস্ট্রার (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) ও মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল)।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা, জালজালিয়াতি ও মিথ্যা তথ্য প্রদান করে ভুয়া এমবিবিএস সনদ ব্যবহারের মাধ্যমে এমবিবিএস ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করে সনদ ব্যবহার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর