রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। এ অবস্থার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে অন্তত ২ লাখ ৮৬ হাজার, আর সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ। গত শুক্রবারও দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা যান ২ হাজার ৭১৮ জন এবং সংক্রমিত হন ২ লাখ ৩৫ হাজার ২৭২ জন। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে গতকাল সকাল পর্যন্ত মৃতের মোট সংখ্যা হয় ১৫ লাখ ২৬ হাজার এবং সংক্রমিতের সংখ্যা হয় ৬ কোটি ৬৪ লাখ প্রায়।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার এবং সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৪ হাজার। ভারতে মৃত্যু ছিল ১ লাখ ৪০ হাজার এবং সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার। সংক্রমিতের সংখ্যায় রাশিয়ার অবস্থান ছিল চতুর্থ। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ, মারা গেছেন প্রায় ৪৩ হাজার মানুষ। সংক্রমণে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে সংক্রমিতের সংখ্যা ছিল ২ লাখ ২৭ হাজার এবং মৃত্যু ছিল ৫৫ হাজারের মতো। গত শুক্রবার করোনায় সংক্রমিত থাকলেও মৃত্যুহীন দেশগুলোর মধ্যে ছিল কাতার, কাজাখস্থান, ওমান, বাহরাইন, চীন, উজবেকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, উগান্ডা, আইভরিকোস্ট, সুদান, মাদাগাস্কার, তাজাকিস্তান, হাইতি, গ্যাবন, কিউবা, থাইল্যান্ড, সোমালিয়াসহ আরও কতগুলো দেশ।

সর্বশেষ খবর