মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জেলা প্রশাসক সম্মেলন ৫-৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

অবশেষে আগামী মাসে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কভিড-১৯ এর কারণে চলতি বছর জুলাইয়ে নিয়মিত জেলা প্রশাসক সম্মেলন করা যায়নি। তবে কভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ যখন ধাক্কা দিয়েছে, প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ঠিক তখনই সরকার জেলা প্রশাসক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, আগামী মাসের ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকায় ডিসি সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছর ৩ দিন ডিসি সম্মেলন হলেও গত বছর প্রথমবারের মতো এই সম্মেলন হয়েছিল ৫ দিনের। কভিড-১৯ এর কারণে এবার আবার তা তিন দিনে নামিয়ে আনা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম গতকাল সাংবাদিকদের জানান, ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব অধিবেশন এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। সূত্র জানায়, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন। মাঠ প্রশাসনকে চাঙ্গা করতে এবং নানামুখী দিকনির্দেশনা দিতে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর নিয়মিত ডিসি সম্মেলনের আয়োজন করে। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনের বাকি কার্য-অধিবেশনগুলো সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাতের খাবার ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।

সর্বশেষ খবর