শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কৃষি যন্ত্রপাতি অ্যানার্জি সেভিং করা প্রয়োজন

--- ড. তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। কৃষি যন্ত্রপাতি জ্বালানিবান্ধব করা প্রয়োজন। এজন্য বিদ্যুৎ কেন্দ্রসমূহেও সেচ মৌসুম সামনে রেখে প্রয়োজনীয় তেল/গ্যাস সরবরাহ ও প্রাপ্তি সমন্বিতভাবে নিশ্চিত করতে হবে। সৃজনশীল চিন্তা করে যে কোনো সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করা উচিত। যেসব স্থানে সমস্যা হতে পারে সেখানে মনিটরিং বাড়ানো প্রয়োজন। গতকাল সেচ মৌসুমে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কৃষিতে সারা বছর জ্বালানি তেলের চাহিদা থাকলেও সেচ মৌসুমে (ডিসেম্বর-মে) এই চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। যে কোনো মূল্যে কৃষি ক্ষেত্রে জ্বালানি তেল সময় মতো সরবরাহ নিশ্চিত করতে হবে। পরিকল্পিতভাবে সেচ মৌসুমে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ অব্যাহত রাখা হবে।

সর্বশেষ খবর