শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগের একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে তারা সংবিধান লঙ্ঘন করছে। এ জন্য তাদের অবশ্যই একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বিকালে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। তাঁকে সম্পূর্ণ বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে দীর্ঘ দুই বছর ধরে। এ অবস্থার উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘অ্যাবসেন্স অব ডেমোক্র্যাসি অ্যান্ড সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশন্স বাই স্টেট অ্যাপারেটার্স’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, ওমান, প্যালেস্টাইনের কূটনীতিক এবং জাতিসংঘ, আইআরআই, আইসিআরসি প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ খবর