শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
একাত্তরে গণহত্যা

ক্ষমা চাইতে পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

একাত্তরে গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সে দেশের হাইকমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল দুপুরে সমাবেশ শেষে এ স্মারকলিপি প্রদান করেন তারা। সমাবেশে ক্ষমা না চাইলে বাংলাদেশ সরকারকে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে ছয় সদস্যের প্রতিনিধি দলকে পাকিস্তান হাইকমিশনে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডিপ্লোমেটিক পুলিশের ডিসি আশরাফুল ইসলাম। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ, ভাস্কর শিল্পী রাশা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, আইনবিষয়ক সম্পাদক এ জেড ইউ প্রিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।

এর আগে, টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, পাকিস্তানকে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তান হাইকমিশন এখনো ষড়যন্ত্র চলমান রেখেছে। পাকিস্তান হাইকমিশনের কার্যক্রমে নজরদারি বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, পাকিস্তানকে একাত্তরে গণহত্যা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার অপরাধে দ্রুত ক্ষমা চাইতে হবে। অন্যথায় গণহত্যার অপরাধে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির পৃষ্ঠপোষক হিসেবে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এদের সব ষড়যন্ত্র রুখে দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর