মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সাম্প্রদায়িকতা বাঙালি জাতির ঐতিহ্য নয় : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা বাঙালি জাতির ঐতিহ্য নয়। আমরা ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসি। কিন্তু ধর্মের গোঁড়ামিকে পছন্দ করি না। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা নিজেদের ধর্ম ও সংস্কৃতি পালন করছে। আর বাঙালি জাতির সংস্কৃতি সবাই সমন্বিতভাবে তুলে ধরেছে। গতকাল মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, যারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তা বাস্তবসম্মত নয়, জনগণের মনের কথা নয়। মূর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পরা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সঙ্গে চলমান। কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনই গ্রহণ করেনি। তিনি বলেন, শোষণ, নির্যাতন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে চেতনায় দেশের সূর্য সন্তানরা জীবন দিয়েছেন, তা অর্জনের জন্য আগামী দিনে আরও সংগ্রাম করতে হবে। এ সময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর