মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১৮৮ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোয় তিনটি কন্টিনজেন্টের ৩২০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। এর অংশ হিসেবে বিমান বাহিনীর ১৮৮ জন সদস্য বাংলাদেশ বিমানের ভাড়া করা একটি ফ্লাইটে গতকাল সকালে কঙ্গো গেছেন। কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ১৪ জানুয়ারি কঙ্গো যাবেন।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনীর এ কন্টিনজেন্টগুলো ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট-১৮, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৮ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১১ নিয়ে গঠিত। ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট-১৮ এর কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১১ এর কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবাল প্রথম গ্রুপের সঙ্গে ডিআর কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  এর আগে গত ২৯ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ঘাঁটি বাশারে ব্রিফিং দেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর