বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায়ও চসিকের রাজস্ব আদায়ে গতি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনায়ও চসিকের রাজস্ব আদায়ে গতি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর রাজস্ব আদায়ে করোনায়ও দৃশ্যমান প্রভাব পড়েনি। করোনাকালেও গতি ছিল পৌরকর, ট্রেড লাইসেন্সসহ নানা খাতের রাজস্ব আদায়ে। তবে স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদান, ব্যাংক সেক্টর হোল্ডিংসের আওতায় আসা ও কর্তৃপক্ষের তৎপরতায় রাজস্ব আদায়ে গতি সঞ্চার হয়েছে বলে জানা যায়। চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে রাজস্বের ১১ খাতে সর্বমোট আদায় হয় ১৪২ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৪৩৯ টাকা। এর মধ্যে প্রধান খাত পৌরকরে আদায় হয় ৮১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ১০২, ট্রেড লাইসেন্স ফি আদায় হয় ১৭ কোটি ১২ লাখ ৯ হাজার ৯১৫, শপ সাইন বাবদ আয় ৩ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৮৩ ও বিবিধ খাতে আদায় হয় ১৬ লাখ ৪৯ হাজার ৯২৩ টাকা। পক্ষান্তরে ২০২০-২১ অর্থবছরে ১১ খাতে সর্বমোট আদায় হয় ১৫০ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১৫৭ টাকা। চসিকের রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতিমা চৌধুরী বলেন, ‘সরকারি সিদ্ধান্তে ব্যাংকগুলো এখন পৌরকরের আওতায় এসেছে। এ ছাড়া স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদানের সুযোগ করে দেওয়ায় পৌরকর দাতাদের মধ্যেও আগ্রহ বাড়ছে।

এখন সার্কেলভিত্তিক স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদান কর্মসূচি চলছে। এ কর্মসূচি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সব মিলিয়ে রাজস্ব আদায় বাড়ছে। তবে কয়েকটি খাতে রাজস্ব আদায় কমলেও তার নেতিবাচক প্রভাব পড়বে না।’

সর্বশেষ খবর