বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঁচড় সহ্য করা হবে না

-ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। সরকার যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে তখন একটি মহল রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঁচড় সহ্য করা হবে না। একজন মুক্তিযোদ্ধা জীবিত থাকা অবস্থায় মৌলবাদ-পাকিস্তানি দোসরদের আস্ফালন মেনে নেওয়া হবে না।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ এ মৌলবাদকে শক্ত হাতে প্রতিরোধ করবে। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হয়েছে। শেখ হাসিনা সব প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে অকৃত্রিম দেশাত্মবোধ থেকে নিরলস প্রচেষ্টায় পদ্মা সেতুকে আজ দৃশ্যমান করেছেন। পদ্মা সেতু জাতীয় জীবনে কোটি কোটি মানুষকে এক বন্ধনে আবদ্ধ করে জাতিকে করেছে আত্মপ্রত্যয়ী। তিনি বলেন, সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। আর এ উন্নয়ন-অগ্রগতির চাকাকে থামাতে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে। উন্নয়ন-অগ্রগতির পথকে বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে সহায়তা করুন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল, যুগ্মসাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, এ কে এম শহিদুল হক বাবুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক এ বি এম মাহবুবুর রহমান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগ সভাপতি এম এস রানা, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ আমান প্রমুখ।

সর্বশেষ খবর