বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাস্কর্য সম্পর্কে আলেমদের সঙ্গে পরামর্শের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির মুফতি রুহুল আমীন বলেছেন, ভাস্কর্য ও মূর্তি একই। ইসলামী শরিয়ত এগুলোর অনুমোদন করে না। দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ অভিমত দিয়েছেন। তাই তিনি এখন প্রধানমন্ত্রীকে শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। মুফতি রুহুল আমীন সম্প্রতি গওহরডাঙ্গা মাদরাসায় দেশের দক্ষিণাঞ্চলের শতাধিক মাদরাসার মুহতামিম-প্রতিনিধি, ইমাম-খতিবদের এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। মুফতি মোহাম্মাদ তাসনীম ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুফতি উসামা আমীন, মাওলানা শামছুল হক, মাওলানা আকরাম আলী, মাওলানা অজিউর রহমান, মুফতি রেজাউল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর