শিরোনাম
সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গৌহাটিতে প্রথম বিজিবি-বিএসএফ বৈঠক ২২-২৬ ডিসেম্বর

নয়াদিল্লি প্রতিনিধি

এই প্রথম বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের দ্বিবার্ষিক বৈঠক রাজধানী দিল্লির বাইরে গৌহাটিতে হচ্ছে। আগামী ২২ থেকে ২৬ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনার দ্বিপক্ষীয় শীর্ষ ভার্চুয়াল বৈঠকে অন্য বিষয়ের মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষীদের নির্দেশ দেন, দুই দেশের সীমান্ত রক্ষা বৈঠকে বসে যেন সীমান্তের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হয়। সীমান্তে নিরীহ ব্যক্তিদের হত্যাকা- শূন্যে নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অধিকর্তা রাকেশ আস্থানা এবং বিজিবির নেতৃত্ব দেবেন মেজর জেনারেল সফিনুল ইসলাম। বিএসএফ সূত্র জানায়, বৈঠকের উদ্দেশ্য সীমান্ত পরিচালন ব্যবস্থা সুদৃঢ় করা। যাতে দুই বাহিনীর মধ্যে তথ্য বিনিময় সঠিক সময়ে হতে পারে। সীমান্তের অপরাধ কমানো অন্যতম প্রধান উদ্দেশ্য। সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কাজ এবং নির্মাণকার্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 বলে সূত্র জানায়। এ ছাড়া দুই সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে যে সমন্বিত সীমান্ত পরিচালন পরিকল্পনা আগেই গৃহীত হয়েছে তার সঠিক পর্যালোচনা ও নতুন কয়েকটি আস্থাবর্ধক সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর