সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সংসদীয় কমিটির সভা

১০৪ কোটি টাকার ক্ষতি আদায় করার মাধ্যমে পূরণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

‘স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে’র বার্ষিক অডিট রিপোর্টে উল্লেখিত ১০৪  কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৯০৬ টাকা আর্থিক ক্ষতি পূরণ আদায়ের মাধ্যমে নিষ্পত্তি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ১৬টি অডিট আপত্তি আগে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সুপারিশের আলোকে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী।

কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আবদুুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী  বৈঠকে অংশ নেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর