মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

পদবি ও বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ প্রধান অতিথির বক্তব্যকালে এ দাবি জানান। তিনি আরও বলেন, গণকর্মচারীরা ২৫ বছর ধরে সচিবালয়ের মতো পদবি ও বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছে। দেশের ১২ লাখ কর্মচারীর এটি গণদাবিতে পরিণত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি কর্মচারীদের এ দাবি বাস্তবায়নের সুপারিশ করেছে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্যপরিষদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি অবিলম্বে পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূর করে সচিবালয়ের বাইরে কর্মরত সব সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের অসন্তোষ নিরসনের দাবি জানান।

 

 

সর্বশেষ খবর