বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

আল্লামা মামুনুলসহ ৩৬ আলেমের মামলা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

আল্লামা মামুনুল হকসহ ৩৬ জন আলেমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার নেতৃবৃন্দ। তারা বলেছেন, আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড দাবি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মামলা করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গতকাল মোহাম্মদপুরে ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রিন্সিপাল আল্লামা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুহাম্মদ তালহা, মুফতি মাহমুদুর রহমান প্রমুখ।

 মাওলানা মুহাম্মাদ জুবায়ের, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা জালালুদ্দীন আহমদ প্রমুখ। বক্তারা বলেন, আল্লামা শাহ আহমদ শফীকে একটি কুচক্রী মহল কবরের জগতেও অশান্তি সৃষ্টি ও কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যুতে স্বার্থ হাসিলের মতলবে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করেছে। কওমি অঙ্গনের কলঙ্কিত গোষ্ঠী তার মৃত্যু নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এ অপচেষ্টা দেশের ধর্মপ্রাণ মানুষ রুখে দাঁড়াবে।

সর্বশেষ খবর