বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
পাকিস্তানে রাজনীতি

ভোট এগিয়ে আনলেও ইমরানের সরকার বাঁচবে না : মরিয়ম

প্রতিদিন ডেস্ক

বিরোধীদলীয় জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে তাতে প্রধানমন্ত্রী ইমরান বিচলিত নন বলে জানিয়েছেন।

বিচলিত নন? তাহলে সিনেট (সংসদের উচ্চকক্ষ) নির্বাচন এগিয়ে আনলেন কেন? প্রশ্ন তুলেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ। জিও নিউজের খবরে বলা হয়, সিনেট নির্বাচন হওয়ার কথা ২০২১ সালের মার্চে। সে নির্বাচন সরকার এগিয়ে এনেছে ফেব্রুয়ারিতে। মরিয়ম বলেন, ইমরানের পিটিআই সরকার সিনেটের ভোট এগিয়ে আনলেও বাঁচতে পারবে না। তিনি বলেন, ইমরানের সরকার দিন দিন জনবিচ্ছিন্ন হচ্ছে। তাই তারা জাতীয় ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে ফেলছে। মরিয়ম বলেন, যে কোনো নির্বাচনের দিনক্ষণ আর ভোট গ্রহণের তফসিল ঘোষণা করার অধিকার নির্বাচন কমিশনের। অথচ আমরা দেখি, সিনেট নির্বাচন কখন হবে তা বলে দিচ্ছে সরকার। এমন কেন? প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে মরিয়ম নওয়াজ বলেন, ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য আপনি দেশের সংবিধান নিয়ে খেলছেন, অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধনী আনবেন, তা আমরা করতে দেব না। পেশোয়ার থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য আলী ওয়াজিরকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মরিয়ম বলেন, এ রকম বেপরোয়া ধরপাকড় ভুয়া সরকারের পক্ষেই সম্ভব। কিন্তু যাকে তাকে যখন তখন গ্রেফতার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করে।

সর্বশেষ খবর