বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। গতকাল রাজধানীর মিরপুর কার্যালয়ে শিক্ষকবন্ধু প্রফেসর এম শরীফুল ইসলাম স্মরণে সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক প্রবীণ শিক্ষক নেতা প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শিক্ষকদের চাকরিবিধি, বেতন স্কেল, অবসর সুবিধাসহ অন্যান্য পেশাগত সুবিধা আদায়ে প্রফেসর এম শরীফুল ইসলাম যে অবদান রেখে গেছেন তা শিক্ষকসমাজ আজীবন স্মরণ রাখবে। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিষয়টি সময়ের দাবি। বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাকশিস মহাসম্পাদক ড. এ কে এম আবদুল্লাহ, প্রবীণ শিক্ষক নেতা অধ্যাপক মাইন উদ্দীন আহমদ, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমন, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর