শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে অভিযোগ

ছেলের হুমকিতে আমরা প্রাণভয়ে পালিয়ে বেড়াই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘আমার ছেলে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদ আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তাই প্রাণভয়ে আমি ও আমার স্ত্রী পালিয়ে বেড়াচ্ছি।’ গতকাল দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফারুকের বাবা তোজাম্মেল ফকির। তিনি বলেন, তার ছেলে ফারুক আহমেদ যখন-তখন তাকে ও তার মাকে নির্যাতন করে। স্বেচ্ছাসেবক লীগ ফারুক আহমেদকে পদচ্যুত করে। পরবর্তীতে ফারুক আহমেদ কৌশলে তার বাবাকে ফুসলিয়ে অভিযোগ প্রত্যাহার করিয়ে নেয়। এমতাবস্থায় ৭ ডিসেম্বর বিকালে ফারুক তার স্ত্রী, সন্তান ও সহযোগীদের নিয়ে বাড়িতে এসে বাবা-মাকে মারপিট করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ১৫ ডিসেম্বর আদালতে মামলা করেন বাবা তোজাম্মেল ফকির। লিখিত অভিযোগে তোজাম্মেল ফকির জানান, মামলা দায়েরের পর বেপরোয়া হয়ে উঠে ছেলে। সব সময় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাড়িতে উঠতে দিচ্ছে না। ছেলের হুমকি-ধমকিতে তিনি ও তার স্ত্রী আত্মগোপন করে বেড়াচ্ছেন।

ফারুক আহমেদ জানান, তার বাবা-মা অর্ধশিক্ষিত সরল মানুষ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্র্থী এবং ২৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে তার সহজ সরল বাবা-মাকে ভুল বুঝিয়ে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর