শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- সেলিম হোসেন, সোহেল রানা, আজিজুল ইসলাম, সোহান, জাহাঙ্গীর হোসেন, ফারহানা আক্তার সীমু ও তাসলিমা আক্তার। উদ্ধার করা হয়েছে ১২ জন ভিকটিমকে। গতকাল র‌্যাব-৪-এর এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার সাভারের তেঁতুলঝোড়া কলেজ মোড়ে অবস্থিত ‘তরিকুল ফোরস্টার সিকিউরিটি সার্ভিস’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ৩টি যোগদানপত্র ও একটি রেজিস্টার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা ভুক্তভোগীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিত। সেসব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজ না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিত।

সর্বশেষ খবর