শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো অপচেষ্টাই সফল হবে না’

আল্লাহতায়ালার ভালোবাসা পেতে হলে মহাগ্রন্থ আল  কোরআনুল মাজিদ ও হাদিসে রসুল (সা.) অনুযায়ী আমল ও অনুসরণ করতে হবে। বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে মুসলমান ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্য ধর্মাবলম্বীরা বসবাস করেন। এই সম্প্রীতি নষ্টের জন্য অপচেষ্টা অতীতেও চলেছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু দেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তাই কোনো অপচেষ্টাই সফল হবে না। রাজধানীর উত্তরায় দারুল আজহার মডেল মাদরাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। দারুল আজহার ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলাম ইউনুসের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাপরিচালক আল্লামা জোবায়ের আহমদ চৌধুরী, কবি আল্লামা মুহিব খান, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি ইমরান হোসাইন কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, মাওলানা ইউসুফ শরীফ, মুফতি জহির ইবনে মুসলমি, মুফতি নেয়ামাতুল্লাহ আমিন প্রমুখ।

 সম্মেলন শেষে দেশ ও জাতির মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করেন হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর খলিফা আল্লামা শেখ আজিমুদ্দিন। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর