শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আইপিও আবেদন করলেই পাবেন শেয়ার

১ এপ্রিল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বিনিয়োগকারীরা প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করলেই শেয়ার পাবেন। বর্তমানের লটারি পদ্ধতি আর থাকবে না। চলতি বছরে ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারীর বাজারমূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা তালিকাভুক্ত সিকিউরিটিজে তথা  সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ আইপিও আবেদন করার আগে একজন বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে। এ ছাড়া সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের আলাদা আলাদা সম্মতিপত্রের পরিবর্তে একসঙ্গে সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সর্বশেষ খবর