সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া বয়সের জটিলতার কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি এ লটারি হওয়ার কথা ছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশনায় এটি স্থগিত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে গতকাল বিকাল ৫টায় সফটওয়্যার খুলে দেওয়া হয়েছে বলেও জানায় মাউশি।