শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে বই বিতরণ উপলক্ষে আজ দেশের কোথাও উৎসবের আয়োজন করা হচ্ছে না। তবে সারা দেশে আজ থেকে বিনামূল্যে বই বিতরণ চলবে স্কুল-মাদরাসায়। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হয়েছে। জানুয়ারিতেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হবে। বই বিতরণ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর আলাদা নির্দেশনা জারি করেছে। ডিপিইর নির্দেশনায় বলা হয়- শিক্ষার্থী-সংখ্যার ভিত্তিতে প্রতিটি বিদ্যালয় বই বিতরণের কর্মপরিকল্পনা তৈরি করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ১ জানুয়ারি থেকে বই বিতরণের ব্যবস্থা করতে হবে। মাউশির নির্দেশনায় বলা হয়েছে- ষষ্ঠ থেকে নবম পর্যন্ত প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য তিন দিন করে সময় থাকবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোয় বই বিতরণ করতে হবে।

সর্বশেষ খবর