শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর দেশ পরিচালনা করে জাতীয় পার্টি। ১৯৯০ সালে রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। জাতীয় পার্টির পক্ষ থেকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। পার্টির বনানী কার্যালয় এবং কাকরাইল কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের গঠন করা এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে গতকাল রাতে পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারিধারার প্রেসিডেন্ট পার্কে কেক কাটা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে আজও রয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

 এরপর নেতা-কর্মীদের নিয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকালে বনানী কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে গতকাল রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে কেক কাটা অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন। একই স্থানে আজ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত এরশাদের স্মরণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে এরশাদ ট্রাস্ট।

সর্বশেষ খবর