শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এনআরবি গ্লোবাল ব্যাংক এখন ‘গ্লোবাল ইসলামী ব্যাংক’

নতুন বছরের শুরু থেকে পূর্ণাঙ্গ শরিয়তভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক এবং একই সঙ্গে ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘গ্লোবাল ইসলামী ব্যাংক’ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এরই মধ্যে ব্যাংকটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ৮০টি শাখা, ২৫টি উপশাখা এবং ৭৮টি এটিএম বুথ রয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর