সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ট্রিপল নাইনে ফোন

রাজধানীতে দুর্লভ শঙ্খচিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোনে রাজধানীর বারিধারা থেকে একটি দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড’। পরে চিলটি বন অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ৮টায় ট্রিপল নাইনে একজন ফোন করে জানান, বারিধারা কানাডিয়ান অ্যাম্বাসির পাশে একটি কৃষ্ণচূড়া গাছে ঘুড়ির সুতায় একটি দুর্লভ প্রজাতির পাখি আটকে আছে। তিনি পাখিটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। বিষয়টি গুলশান ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা রবিনহুডকে বিষয়টি জানিয়ে উদ্ধারে সহায়তার অনুরোধ জানানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সহায়তায় রবিনহুডের স্বেচ্ছাসেবীরা পঞ্চাশ ফুট উঁচু থেকে পাখিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। দুর্লভ প্রজাতির ওই পাখিটির নাম শঙ্খচিল।

সর্বশেষ খবর