মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় শুরু হলো সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

দেশের ১০টি উপজেলার নবনির্মিত ১০টি শিল্পকলা একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে মাসজুড়ে সাংস্কৃতিক উৎসব।

প্রতিটি উপজেলায় দুই দিন করে ১০ উপজেলায় মোট ২০ দিন থাকবে উৎসবের অনুষ্ঠানমালা। প্রতিটি আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি ৬০ মিনিট, জেলা শিল্পকলা একাডেমি ৩০ মিনিট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ৩০ মিনিটের অনুষ্ঠান কার্যক্রম থাকবে। বিকাল সাড়ে ৩টায় মাসব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব ২০২১ এর ভার্চুয়ালি উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

 

সর্বশেষ খবর