মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
১১ মুক্তিযোদ্ধার বিবৃতি

করোনাকালে যাচাই-বাছাই ও হয়রানি না করার দাবি

সব মুক্তিযোদ্ধার পক্ষে ১১ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এক বিবৃতিতে করোনাকালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বন্ধ রেখে বয়োবৃদ্ধ হয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয়ে ডেকে নিয়ে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে যৌবন বয়সে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে এখন যাঁরা জীবিত আছেন তাঁদের বয়স অন্তত ৭০-এর ঊর্ধ্বে। তারা এখন নানা রোগ-শোকে আক্রান্ত। এ অবস্থায় এসব মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাইয়ের নামে ডেকে নিয়ে দিনের পর দিন বসিয়ে রেখে যেভাবে হয়রানি ও কষ্ট দেওয়া হচ্ছে- তা একেবারেই অমানবিক। যা কখনই কাম্য নয়। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি- করোনাকালে যাচাই-বাছাই বন্ধ এবং মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধ করা হোক। একইসঙ্গে আমরা দাবি করছি, স্বীকৃত যোদ্ধাদের বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে শুধু যাঁদের সম্পর্কে অভিযোগ বা সন্দেহ আছে- তাঁদের বিষয়ে যাচাই-বাছাই করা হোক। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. হেদায়েতুল বারী, আবদুল কাদের মিয়া, আলী কবির হায়দার, মো. মঈন উদ্দিন, মো. আবুল হাশেম, মো. আমান উল্লাহ, আবু মোহাম্মদ জুলফিকার, খোরশেদ আলম, আবদুল জলিল মন্ডল, আবদুস সাত্তার ও মো. মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর