মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাকির হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের সাবেক নেতা জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার সোমার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে করা মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আয়েশা আক্তার সোমা একজন গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও নিজের কোনো আয়ের উৎস নেই। সোমা তার স্বামীর সহায়তায় স্বামীর অবৈধ কার্যক্রমের মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ১ লাখ ১৫ হাজার ১৬৪ টাকার সম্পদ দখলে রেখে ভোগদখল করছেন। এর আগে ১৭ ডিসেম্বর সোমার বিরুদ্ধে ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। এরপর তিনি নিজেই মামলাটি তদন্ত করে কমিশনে প্রতিবেদন জমা দিলে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, শিগগিরই এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

গত বছর ২৯ অক্টোবর ভোলা সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে জাকিরকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, চার বোতল বিদেশি মদ ও নগদ ১ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। এরপর ১৪ নভেম্বর জাকিরের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে ৫ কোটি ৪৯ লাখ ৩ হাজার ৯৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ মামলার তদন্তও চলছে দুদকে।

সর্বশেষ খবর