বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামের শিশুবাগ স্কুল ভবন ভাঙার ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার শিশুবাগ স্কুলভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। ভবনটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। শিশুবাগ স্কুলভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা এবং ঐতিহাসিক স্থাপনা ঘোষণার নির্দেশনা চেয়ে সকালে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আলম চৌধুরী। এতে সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আদালতের আদেশের কথা বলে গত সোমবার বুলডোজার নিয়ে সদলবলে শিশুবাগ স্কুলের ভবন ভাঙতে যান এক ব্যক্তি। পরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তসহ বিশিষ্টজনের হস্তক্ষেপে ভবন ভাঙা স্থগিত রাখা হয়। যদিও এর আগেই স্কুলের টেবিল-বেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম বের করে ভবনের উপরের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর