বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
পিএনপির আলোচনা সভা

দেশে অর্থবহ সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

দেশে অর্থবহ সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি)  চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র ক্ষতবিক্ষত হয়েছে। কারণ ওই নির্বাচনে ১৫৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি গতকাল রাজধানীর মালিবাগে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। আলোচনায় আরও অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খোকন, কেন্দ্রীয় নেতা টিএম কামরুল হাসান হৃদয়, আজিজুল ইসলাম ভূইয়া, নাসিমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, অন্যথায় অধিকার আদায়ের জন্য জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর