শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অ্যাসাইনমেন্টের নামে টাকা নিলে ফেরত দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে গত বছর মাধ্যমিকের কোনো শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বলা হয়েছিল এর জন্য কোনো টাকা নেওয়া যাবে না। কিন্তু বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের জন্য অর্থ আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ টেলিভিশনে ‘বরগুনা জেলার আমতলীতে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্টের জন্য অর্থ আদায় করেছে’ সম্প্রতি এ সংক্রান্ত খবর প্রকাশ করলে তা তদন্তের নির্দেশ দিয়েছে মাউশি। গতকাল বরগুনা জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দুই কর্মদিবসের মধ্যে অধিদফতরে প্রতিবেদন পাঠাতে হবে। বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করলে দ্রুত ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর