শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এখন সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তি খাতে ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশের জয়যাত্রা সমুন্নত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্ন বাস্তবায়ন এখন সময়ের দাবি। গতকাল রাজধানীর উত্তরায় অনলাইন বাজার ‘কী দরকার বিডি?’ উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হাবিব হাসান এমপি, শিল্পপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা, মো. হারুন-উর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদসহ ১০ জন সিইআইপি উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মহিউদ্দিন কাশেমী।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনুপ্রেরণায় এ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ। সুলভমূল্যে মানসম্মত পণ্য দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে অনলাইন বাজারে এসেছে প্রতিষ্ঠানটি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মেলাতে ‘কী দরকার বিডি’র মতো প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাপক, যা বৃহত্তর অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

সর্বশেষ খবর