শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাদরাসা শিক্ষকের ওপর হামলার বিচার দাবি বেফাক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের তালীমুল কুরআন ওয়াল হিকমাহ রহিমানগর কওমি মাদরাসায় গত ২৯ ডিসেম্বর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা ওমর ফারুকের ওপর অতর্কিত হামলা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা জরুরি। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মামলার আপেক্ষিক বিষয়ে সুষ্ঠু বিচারও কামনা করেন তিনি। ইতিমধ্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে একটি দল মাদরাসাটি পরিদর্শন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর