শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মীর মোশারফের নামে লালমনিরহাট পুলিশ লাইনসে ফটক

১৯৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছিলেন লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে গত বৃহস্পতিবার এই শহীদ মুক্তিযোদ্ধার নামে লালমনিরহাট পুলিশ লাইনসের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে।

‘শহীদ মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন গেইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, মীর মোশারফের স্ত্রী রওশনারা বেগমসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া এদিন মীর মোশারফের সঙ্গে শহীদ হওয়া আরেক পুলিশ সদস্য আবদুর রহমানের নামে লালমনিরহাট পুলিশ ব্যারাকের নামকরণ করা হয়। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর