রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাঘের তাড়া খেয়ে বন থেকে বেরিয়ে এলো হরিণ শাবক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনের খুলনা রেঞ্জে দাকোপ সুতারখালী এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে। গতকাল সকালে বাঘের তাড়া খেয়ে কয়েকটি হরিণ দলছুট হয়ে নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ে। এর মধ্যে একটি চিত্রা হরিণ কামারখোলা শ্রীনগর মন্দির মাঠ থেকে ধরা পড়ে। এ ছাড়া সুতারখালী ফরেস্ট অফিসের কাছে আরও দুটি হরিণকে ছোটাছুটি করতে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য মো. আবদুর সাত্তার সানা জানান, সকালে মন্দিরের মাঠে হরিণ শাবকটিকে ছোটাছুটি করতে দেখে এলাকাবাসী তাকে আটক করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর পর নদী সাঁতরে কোনো হরিণ গ্রামে ঢুকেছে।

দাকোপ সুতারখালী ফরেস্ট স্টেশন অফিসার প্রেমানন্দ মজুমদার জানান, সম্প্রতি সুতারখালী এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে। সকালে বাঘের তাড়া খেয়ে কয়েকটি হরিণ দলছুট হয়ে ছোটাছুটি শুরু করে। এর মধ্যে দুটি হরিণকে স্টেশন অফিসের কাছে দেখা যায়। আরেকটি হরিণ সুতরাখালী নদী সাঁতরে ওপারে চলে গেলে গ্রামবাসী আটক করে বনবিভাগের কাছে হন্তান্তর করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর