মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

গণমানুষের অধিকার আদায়ে সরব থাকতে হবে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

গণমানুষের অধিকার আদায়ে রাজপথে সরব থাকার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি বলেন, জমিয়ত নামক সংগঠনটির সঙ্গে আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দের বহু ত্যাগ ও কোরবানি মিশে আছে। তাঁদের সংগ্রাম ও আন্দোলনেই এ উপমহাদেশ থেকে ইংরেজ শাসনের বিদায়ঘণ্টা বেজেছে এবং তারা বিতাড়িত হয়েছে। গতকাল পল্টনের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগরী জমিয়ত আয়োজিত নানা পেশাজীবীর জমিয়তে যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, উলামায়ে দেওবন্দ অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সদা সোচ্চার ও সরব ভূমিকায় ছিলেন। তাঁদের উত্তরসূরি হিসেবে আমাদের গণমানুষের অধিকার আদায়ে সমাজের ও রাষ্ট্রের সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাঠে সরব থাকতে হবে। মাওলানা মতিউর রহমান গাজিপুরীর পরিচালনায় নানা শ্রেণি-পেশার ৩২ জন দলের নীতি-আদর্শে একমত হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন। অনুষ্ঠানে মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবদুল গাফফার ছয়ঘরী, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মাওলানা আবূ মূছা, মাওলানা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর