বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জে এম সেন ভবন সংরক্ষণের দাবি মাইজভান্ডারীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শত বছরের পুরনো যাত্রা মোহন সেন ভবন (জে এম সেন ভবন) ভাঙার পাঁয়তারা ও দখলের নিন্দা জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। পাশাপাশি তিনি ভবনটি মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে এসব দাবি জানিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, এই ভবনে বসে ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী আলোচিত রাজনীতিবিদ মাওলানা মোহাম্মদ আলীসহ নেতারা আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতেন।

পরবর্তীতে ভবনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা রাখে। সম্প্রতি একটি মহল ভবনটি ভেঙে শত বছরের স্মৃতি ঐতিহ্য বিনষ্টের অপচেষ্টা করছে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক পুরাকীর্তির সাক্ষীস্বরূপ স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের জাদুঘর হিসেবে সংরক্ষণ করতে হবে।

সর্বশেষ খবর