শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর ইন্তেকাল

দৈনিক ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্ব^জন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গতকাল অনুষ্ঠিত সংগঠনের এজিএমে এই নির্বাচন পিছিয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুপুরে তাঁর মরদেহ নিজ কর্মস্থল ভোরের কাগজে নেওয়া হয়। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে দুপুরে মরদেহ জাতীয়  প্রেস ক্লাবে নেওয়া হয়। প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজার পর সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে তাঁর দাফন সম্পন্ন হবে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া নর্থবেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি মোদাব্বের হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি খায়রুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর