বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আইনজীবীকে মারধর চার পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে দুই আইনজীবীকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের প্রত্যাহার করে। প্রত্যাহার পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল রাজন, হাসনাত, আসাদ ও শাহজাহান।

জানা যায়, দুপুরে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী হত্যা মামলায় চার আসামিকে কেন্দ্র করে হাজতখানার সামনে আইনজীবী ও পুলিশের মধ্যে হাতাহাতি হয়। তবে পুলিশ বলছে, হাজতখানা থেকে খুনের মামলার চারজন আসামিকে পুলিশ ভ্যানে তোলার সময় কয়েকজন সাংবাদিক ছবি তুলতে যান। এ সময় আসামিদের আইনজীবীরা পুলিশের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন।

আইনজীবীরা বলছেন, যুবলীগ কর্মী মারুফ চৌধুরী খুনের মামলায় আসামিদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ আইনজীবী শরফুদ্দীন ও আনু মুহম্মদকে জোরপূর্বক হাজতখানার ভিতরে নিয়ে যায়। একপর্যায়ে কয়েকজন আইনজীবীকে শারীরিক লাঞ্ছিত করে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, বিষয়টি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। ইতিমধ্যে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর