শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
কাউন্সিলর তরিকুল হত্যা

অন্যতম আসামি জাহিদুল গ্রেফতার, ছুরি উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সির তরিকুল ইসলাম খানকে হত্যার অভিযোগে জাহিদুল ইসলামকে (২০) ঢাকা খেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার দেওয়া তথ্যে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর থানা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুর থেকে জাহিদুলকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার টিক্কা ব্যাপারীর ছেলে।  সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম জানান, ‘কাউন্সিলর তরিকুল হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন জাহিদুল ইসলাম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জাহিদুল বলেছেন, উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের পক্ষে প্রচারণার জন্য ভোটের তিন দিন আগে তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জে আসেন। নির্বাচনের আগের রাতে মামলার এজাহারে উল্লিখিত এক আসামির (তদন্তের স্বার্থে নাম বলা হয়নি) বাড়িতে গোপন বৈঠক হয়েছে। সেখানে বুদ্দিন হেরে গেলে তরিকুল ইসলাম খানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত হয়। বারবার শাহাদত হোসেন বুদ্দিন হেরে যাওয়ায় এমন হামলার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন জাহিদুল। বৈঠকে প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ কয়েকজন উপস্থিত ছিলেন।’ তিনি আরও জানান, ‘পরিকল্পনা অনুযায়ী হামলার জন্য এজাহার নামীয় এক আসামির বাড়িতে রামদাসহ বিভিন্ন অস্ত্র মজুদ রাখা হয়।

 পুলিশ সুপার বলেন, পরিকল্পনা অনুযায়ী ফল ঘোষণার আগে অন্য আসামিদের সঙ্গে ছুরি নিয়ে শহিদগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রার্থী বুদ্দিন ও তার অন্য সমর্থকদের সঙ্গে উপস্থিত হন জাহিদুল। সন্ধ্যা ৭টার কিছু আগে তরিকুল ইসলাম খানকে বিজয়ী ঘোষণা করা হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্য আসামিদের সহযোগিতায় তরিকুলের পেটে ছুরিকাঘাত করে জাহিদুল। এরপর তিনি ছুরিটি লুকিয়ে রেখে স্ত্রীকে নিয়ে ঢাকার যাত্রাবাড়ী থানার ধলপুরে ফিরে যান।’ জাহিদুল সরাসরি তরিকুল হত্যায় জড়িত উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, তার দেওয়া তথ্যমতে ব্যাপারীপাড়া মহল্লার পরিত্যক্ত ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আশা করছি অল্প দিনের মধ্যেই ভালো কিছু করতে পারব।  প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। এ নিয়ে বিজয় উল্লাস করার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্বপন ব্যাপারী নামে মামলার ২৭ নম্বর আসামি জেলহাজতে রয়েছেন।

সর্বশেষ খবর