বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডা. আবদুল্লাহর স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

ডা. আবদুল্লাহর স্ত্রী মারা গেছেন

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী স্বাস্থ্য জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর স্ত্রী মাহমুদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ জানান, গতকাল বেলা আড়াইটার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়। মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, জামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব মগবাজারের বাসায় প্রথম জানাজা ও বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাতে তাঁকে আজিমপুর গোরস্তানে বাবার কবরে দাফন করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ডা. এ বি এম আবদুল্লাহ দম্পতি। ডা. এ বি এম আবদুল্লাহ ধীরে ধীরে সুস্থ হলেও তাঁর সহধর্মিণী মাহমুদা বেগমের ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে বেশ সুস্থ হয়ে কেবিনেও ফিরে আসেন তিনি এবং বাসায় যাওয়ারও পরিকল্পনা করেন। কিন্তু গত শুক্রবার প্রচ- শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাঁকে এইচডিইউতে হাই-ফ্লো অক্সিজেন দেওয়া হয়। এক পর্যায়ে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি করোনামুক্ত হয়েছিলেন। কিন্তু নিউমোনিয়া ও বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাহমুদা বেগম তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক। ডা. এ বি এম আবদুল্লাহ তাঁর স্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর