শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আলজাজিরার প্রতিবেদনে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে

-আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন,  আলজাজিরার বাংলাদেশ সম্পর্কিত প্রতিবেদনে বিশ্বের সামনে রাষ্ট্রের মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রতিবেদনটি একেবারে অস্বীকার বা প্রত্যাখ্যান করার সরকারি প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। দীর্ঘ এই প্রতিবেদনে অনেক বিষয়ের উল্লেখ রয়েছে। রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয়ে সরকারকে যৌক্তিক ব্যাখ্যাসহ সুস্পষ্টভাবে খন্ডন করে দেশবাসীকে অবহিত করতে হবে। সরকারের উচিত হবে কোনো কোনো বিষয় মিথ্যা ও বিভ্রান্তিকর তা সুস্পষ্ট করা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাণের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে- এ ধরনের সব কর্মকান্ড থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

সর্বশেষ খবর