শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনাকালে নারী সাংবাদিককে বাসায় ঢুকতে দিচ্ছে না বাড়ির মালিক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের এক বাড়ির মালিক এই মহামারী করোনাকালে গণমাধ্যমে কর্মরত একজন সিনিয়র নারী সাংবাদিককে বাসায় প্রবেশ করতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে বিপাকে পড়েছেন দি মর্নিং অবজারভার পত্রিকায় কর্মরত মেহের নিগার নামের সাংবাদিক। পুলিশের কাছে অভিযোগ দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তিনি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক মেহের নিগার।

জানা গেছে, খিলগাঁও থানার নন্দীপাড়ার ছোট বটতলা এলাকার ১ নম্বর রোডের ১১ নম্বর বাড়িতে থাকেন মেহের নিগার। গত বছরের সেপ্টেম্বরে ওই বাড়ি তিনি ভাড়া নেন। বাড়ির মালিক শাহজাহান খান। বাসায় সব সুযোগ-সুবিধার কথা বলে ভাড়া দিলেও এর ব্যত্যয় ঘটান শাহজাহান খান। এমনকি বাসায় ওঠার পর গ্যাসের লাইন দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেন। কিন্তু গ্যাসের লাইন না দিয়ে প্রতারণা করেন। সাংবাদিক মেহের নিগার টাকা ফেরত চাইলে বাড়ির মালিক ও তার ছেলে অপূর্ব অকথ্য ভাষায় কথা বলেন। এ ছাড়া বাড়িওয়ালার স্ত্রী ও তার মেয়ে আনন্দি সাংবাদিকের বাসায় ঢুকে ভাঙচুর চালান। এ ঘটনায় ২৭ নভেম্বর তিনি খিলগাঁও থানায় জিডি করেন।

এরপর এসআই আলী হোসেন ও শিহাব বাসায় এসে জিডির বিষয়ে সুরাহা না করে উল্টো হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন।

সর্বশেষ খবর