শিরোনাম
রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত টিকা দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত করোনাভাইরাসের টিকাদানের দাবি জানিয়েছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)। এ ছাড়া তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর মিরপুর-২ নম্বরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকী। বলেন, করোনা মহামারীর সময়েও সরকার বা সিটি করপোরেশনের কাছ থেকে আমরা বেসরকারি খাতের পরিচ্ছন্নতাকর্মীরা কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাইনি। একাধিক আবেদন করেও একমুঠো ত্রাণ পায়নি পরিচ্ছন্নতাকর্মীরা। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে করোনার টিকাদানে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা করোনার সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। এই মহামারী দুর্যোগ মুহূর্তেও আমাদের কর্মীরা প্রতিদিন নাগরিকদের বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করেছেন। এ কাজ করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন। অনেকে করোনায় আক্রান্তও হয়েছেন। অথচ এই কর্মীদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডব্লিউসিএসপির সহসভাপতি মোহাম্মদ মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য আওলাদ হোসেন, ফিরোজ মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর