মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে

----------- ইসি কবিতা খানম

নিজস্ব প্রতিবেদক

চলমান পৌরসভা নির্বাচনে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে মাঠপর্যায়ে নির্বাচন নিয়ে কঠোর বার্তা দিতে গতকাল নির্বাচন কমিশনাররা মাঠের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনলাইন মিটিং শুরু করেছেন। গতকাল রংপুর ও রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। এ ছাড়া আজ নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন। একই দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভা নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। আগামীকাল নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। অনলাইন বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, চতুর্থ ধাপে ৫৬ ও পঞ্চম ধাপে ৩১ পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের যেখানে যেখানে নির্বাচন আছে সেখানকার রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ কমিশনারের সঙ্গে মিটিং করেছি। আমার সঙ্গে ইসি সচিব যুক্ত ছিলেন। ভোট যাতে কোনোভাবেই বিঘিœত না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন ভোট কেন্দ্র ও কক্ষ নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের যেন সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া হয়। সুষ্ঠু একটা পরিবেশ যেন বজায় থাকে, সুষ্ঠু একটা ভোট করার জন্য যা প্রয়োজন আইনশৃঙ্খলা থেকে শুরু করে ভোটারদের কেন্দ্রে আসা এবং ভোট দিতে তারা যাতে কোনোরকম প্রতিবন্ধকতায় না পড়েন, যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে থাকে এবং একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা দিকনির্দেশনা দিয়েছি। এজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ইতিপূর্বে রাজশাহী বিভাগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে তারা বৈঠকে জানিয়েছেন।

তিনি বলেন, তৃতীয় ধাপে কয়েকটি জায়গায় আইনশৃঙ্খলা সামান্যর বিঘ্ন ঘটেছে। তিনটি জায়গায় আমরা পত্রিকার নিউজ দেখে রিটার্নিং অফিসারকে প্রতিবেদন দিতে বলেছি। কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ হলো, কারা দায়ী এ বিষয়গুলোর ওপর তদন্ত করে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি আর পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে।

সর্বশেষ খবর